ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

শাহজালালে পরিত্যক্ত অবস্থায় ৮৫ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
শাহজালালে পরিত্যক্ত অবস্থায় ৮৫ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ নম্বর বোর্ডিং ব্রিজের টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় ৮৫ লাখ টাকার স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) মো. সাইদুল ইসলাম।
 
তিনি বাংলানিউজকে জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল থেকে ৮৫ লাখ টাকার স্বর্ণ উদ্বার করা হয়েছে।

স্বর্ণবারগুলো টয়লেটের ময়লার ঝুড়ির মধ্যে কালো স্কসটেপ মোড়ানো দু’টি বান্ডেলে লুকানো ছিল। যার মধ্যে ছিল এক কেজি ওজনের একটি, ৫শ গ্রাম ওজনের একটি এবং ২শ গ্রাম কাটা টুকরার একটি বার। এর মোট ওজন ১ কেজি ৭শ গ্রাম।
 
সাইদুল আরও জানান, ধারণা করা হচ্ছে কাস্টমসের নজরদারিতে স্বর্ণ পাচারের সুযোগ না পেয়ে চোরাচালানকারি স্বর্ণ টয়লেটে ফেলে গেছে। উদ্ধার করা স্বর্ণবারের মূল্য ৮৫ লাখ টাকা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
এসজে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।