মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) মো. সাইদুল ইসলাম।
তিনি বাংলানিউজকে জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল থেকে ৮৫ লাখ টাকার স্বর্ণ উদ্বার করা হয়েছে।
সাইদুল আরও জানান, ধারণা করা হচ্ছে কাস্টমসের নজরদারিতে স্বর্ণ পাচারের সুযোগ না পেয়ে চোরাচালানকারি স্বর্ণ টয়লেটে ফেলে গেছে। উদ্ধার করা স্বর্ণবারের মূল্য ৮৫ লাখ টাকা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
এসজে/এএ