ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

জামালগঞ্জে নৌকা বাইচ শেষে মাঝিদের মধ্যে সংঘর্ষ, আহত ৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
জামালগঞ্জে নৌকা বাইচ শেষে মাঝিদের মধ্যে সংঘর্ষ, আহত ৫

সুনামগঞ্জ: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সুরমা নদীতে নৌকা বাইচ শেষে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নৌকা বাইচ শেষে সন্ধ্যার দিকে সদর ইউনিয়ন ও জমালগঞ্জ উত্তর ইউনিয়নের নৌকার মাঝিদের মধ্যে কে কার আগে যেতে পারতো এ নিয়ে বাক-বিতণ্ডা হয়।

একপর্যায়ে সদর ইউনিয়নের এক মাঝি জমালগঞ্জ উত্তর ইউনিয়নের আরেক মাঝির গায়ে হাত তোলেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হন। আহতদের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেয়া হচ্ছে।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম বাংলানিউকে বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচ/ছয়জন আহত হয়েছেন। তবে স্থানীয়দের দাবি ২৫ জন আহত হয়েছেন। ’

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।