মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার সাবিত টাওয়ার পেপসি রোড সংলগ্ন ফুলতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। মুকুল নাটোরের সিংড়া উপজেলার মহেষচন্দ্রপুর গ্রামের হাসান আলীর ছেলে।
অভিযানের নেতৃত্বদানকারী এপিবিএন-৪ বগুড়ার সহকারী পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ওই এলাকার জনৈক আনিসুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মুকুল আলীকে আটক করা হয়। এ সময় বাড়িতে তল্লাশি করে ১শ’ গ্রাম করে রাখা ১০ প্যাকেটে মোট ১ কেজি হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় কোটি টাকা।
মুকুল ওই বাড়ি ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবত মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন।
এ ঘটনায় সংশ্লিষ্ট শাজাহানপুর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইণে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
এমবিএইচ/এসআরএস