ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় কোটি টাকার হেরোইনসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
বগুড়ায় কোটি টাকার হেরোইনসহ আটক ১ হেরোইনসহ আটক মুকুল আলী

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় কোটি টাকা মূল্যের ১ কেজি হেরোইনসহ মুকুল আলী (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা। 

মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার সাবিত টাওয়ার পেপসি রোড সংলগ্ন ফুলতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। মুকুল নাটোরের সিংড়া উপজেলার মহেষচন্দ্রপুর গ্রামের হাসান আলীর ছেলে।

 

অভিযানের নেতৃত্বদানকারী এপিবিএন-৪ বগুড়ার সহকারী পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ওই এলাকার জনৈক আনিসুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মুকুল আলীকে আটক করা হয়। এ সময় বাড়িতে তল্লাশি করে ১শ’ গ্রাম করে রাখা ১০ প্যাকেটে মোট ১ কেজি হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় কোটি টাকা।  

মুকুল ওই বাড়ি ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবত মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন।
 
এ ঘটনায় সংশ্লিষ্ট শাজাহানপুর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইণে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
এমবিএইচ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।