ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩ প্রাইভেটকার, ছবি: বাংলানিউজ

ঢাকা: সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকায় একটি প্রাইভেটকারের ধাক্কায় আনোয়ার বেগম (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। একই সময় তিন পথচারীও আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা শাহী ঈদগাহ এলাকার ৩৪ নম্বর বাসার লাল মিয়ার স্ত্রী।

নিহত অানোয়ার মরদেহ ও আহতদের উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় শাহী ঈদগাহ এলাকায় বেপরোয়া গতির একটি প্রাইভেটকার আনোয়ারকে ধাক্কা দিয়ে শামীম মটর নামে একটি দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই আনোয়ার মৃত্যু ও তিনজন পথচারী আহত হয়।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন বাংলানিউজকে জানান, এ ঘটনায় প্রাইভেটকার চালক কিবরিয়াকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
এনইউ/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।