মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা শাহী ঈদগাহ এলাকার ৩৪ নম্বর বাসার লাল মিয়ার স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় শাহী ঈদগাহ এলাকায় বেপরোয়া গতির একটি প্রাইভেটকার আনোয়ারকে ধাক্কা দিয়ে শামীম মটর নামে একটি দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই আনোয়ার মৃত্যু ও তিনজন পথচারী আহত হয়।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন বাংলানিউজকে জানান, এ ঘটনায় প্রাইভেটকার চালক কিবরিয়াকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
এনইউ/এএটি/