ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

সুদের টাকা দিতে ব্যর্থ হওয়ায় গ্রহীতার বৃদ্ধ মাকে জিম্মি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
সুদের টাকা দিতে ব্যর্থ হওয়ায় গ্রহীতার বৃদ্ধ মাকে জিম্মি

যশোর: যশোরের অভয়নগর উপজেলায় সুদের টাকা দিতে ব্যর্থ হওয়ায় সুদ গ্রহীতার বৃদ্ধ মাকে তিনদিন ধরে জিম্মি করে রাখে সুদি কারবারি। খবর পেয়ে ওই বৃদ্ধাকে উদ্ধার করেছে পুলিশ।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বাংলানিউজকে বলেন, মঙ্গলবার (২৪ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সুদখোরের জিম্মিদশা থেকে পুলিশ ওই বৃদ্ধাকে উদ্ধার করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার সিদ্দিপাশার কৃষক আসলাম হোসেন (৩২) পাশ্ববর্তী নাউলি গ্রামের সুদখোর মহাজন হিসেবে পরিচিত ছালাই মুন্সির কাছ থেকে মাসিক শতকরা দশ টাকা সুদে ৫০ হাজার টাকা ঋণ নেন।

প্রথমদিকে ঠিকমতো সুদের টাকা দিতে পারলেও সংসারে অভাব-অনটনের কারণে গত কয়েক মাস লাভের টাকা দিতে ব্যর্থ হন। এতে সুদখোর ছালাই মুন্সি ও তার পোষ্য ক্যাডারদের হুমকি-ধামকিতে কৃষক আসলাম বাড়ি ছেড়ে পালিয়ে যান।

আসলাম হোসেনের বড় ভাই ইদ্রিস আলী অভিযোগ করে বলেন, রোববার (২২ অক্টোবর) সকালে সুদখোর ছালাই মুন্সি লোক পাঠিয়ে আমার মা আলেয়া বেগমকে (৭০) তার বাড়িতে ডেকে নেন। পরে ছালাই মুন্সি তাকে একটি ঘরে আটকে রেখে বলে, তোর ছেলে টাকা না দেওয়া পর্যন্ত এখানেই থাকবি। পরে মঙ্গলবার ঘটনাটি থানায় জানালে পুলিশ ছালাই মুন্সির বাড়ি থেকে মাকে উদ্ধার করে।

যদিও এ ব্যাপারে ওসি আনিসুর রহমান দাবি করেন, ভুক্তভোগীদের অভিযোগ করার আগেই গোপন সংবাদের ভিত্তিতে আলেয়া বেগমকে উদ্ধার করেছে পুলিশ। ভুক্তভোগীরা তিনদিন তাদের মাকে আটকে রাখার অভিযোগ করলেও ওসি বলেন, ঘটনার একদিন পরেই তাকে উদ্ধার করা হয়েছে।

অভয়নগরের একাধিক সূত্র বাংলানিউজকে জানায়, ঘটনাটি প্রথমদিকে গুরুত্ব পেলেও স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতা এবং এক জনপ্রতিনিধি বিষয়টি মীমাংসার নামে সুদখোরকে আইনের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছেন।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।