মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে উপজেলার কালিকাপ্রসাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাসেল কিশোরগঞ্জের নিকলী উপজেলার কৈবতহাটি গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম কাউসার বাংলানিউজকে জানান, একটি মাইক্রোবাসে করে রাসেলসহ অন্যান্যরা যাচ্ছিলেন। সন্ধ্যায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কালিকাপ্রসাদ এলাকায় গেলে গাছের একটি বড় মরা ডাল মাইক্রোবাসের ওপর পড়ে যায়। এসময় ডালের চাপায় ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরও দুইজন।
তিনি আরও জানান, রাসেলের মরদেহ বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
টিএ