ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ভৈরবে গাছের ডাল চাপায় কারারক্ষীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
ভৈরবে গাছের ডাল চাপায় কারারক্ষীর মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় গাছের ডাল চাপায় মাইক্রোবাস যাত্রী রাসেল মিয়া (৩৫) নামে এক কারারক্ষীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর কারারক্ষী রুহুল আমীন (৩৫) ও ব্যবসায়ী রতন মিয়া আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে উপজেলার কালিকাপ্রসাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাসেল কিশোরগঞ্জের নিকলী উপজেলার কৈবতহাটি গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী ছিলেন।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম কাউসার বাংলানিউজকে জানান, একটি মাইক্রোবাসে করে রাসেলসহ অন্যান্যরা যাচ্ছিলেন। সন্ধ্যায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কালিকাপ্রসাদ এলাকায় গেলে গাছের একটি বড় মরা ডাল মাইক্রোবাসের ওপর পড়ে যায়। এসময় ডালের চাপায় ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরও দুইজন।

তিনি আরও জানান, রাসেলের মরদেহ বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।