মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে শুরু হওয়া এ বৃষ্টিতে খানিকটা বিড়ম্বনায় পড়েন রাজধানীবাসী।
আবহাওয়া অধিদফতর সূত্রে জানা যায়, দেশের মধ্যাঞ্চলে মেঘমালা সৃষ্টি হওয়ায় হঠাৎ এ বৃষ্টি শুরু হয়।
রাত ৮টার দিকে হঠাৎ করেই সামান্য দমকা হাওয়ার সঙ্গে শুরু হয় বৃষ্টিপাত। বজ্রসহ বড় বড় বৃষ্টির ফোটায় বাতাসে বেশ ঠাণ্ডা অনুভব হচ্ছে। রাজধানী ছাড়াও আশপাশের বিভিন্ন স্থানে বৃষ্টির খবর পাওয়া গেছে।
আবহাওয়াবিদ আরিফ হোসেন বাংলানিউজকে বলেন, ঢাকায় মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে যে বৃষ্টি হলো এটার মাত্রা খুবই কম। মাত্র ২ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এটা শুরু হয় প্রথমে যশোহরে। এরপর মাগুরা, ফরিদপুর হয়ে ঢাকাতেও হলো। কালকেও এমন বৃষ্টি হবে। এটাকে আমার হালকা বৃষ্টিপাত বলছি।
তিনি বলেন, ‘এটা আরামের বৃষ্টি। কেননা, এই রোদ এই বৃষ্টি এমন প্রবণতা থাকবে। যে কারণে ঠাণ্ডা ও রোদের কারণে এটা হবে আরামের। বিচলীত হওয়ার কিছু নেই। এখন এমন বৃষ্টিপাতই হবে। ’
সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, একটি লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর কারণে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
ইইউডি/এমআইএইচ/এসএইচ