মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে সুরমা নদীতে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।
নৌকায় মাঝিদের কণ্ঠে ছড়িয়ে পড়েছিল গ্রাম বাংলার চিরন্তন আঞ্চলিক সারি গান।
সব মিলিয়ে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জামলগঞ্জের সুরমা নদী এলাকায় বিরাজ করেছিল আনন্দঘন পরিবেশ। পুরষের পাশাপাশি নারী দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
উপজেলা প্রশাসনের আয়োজনে সুরমা নদীতে প্রথমবারের মতো আন্তঃইউনিয়ন নৌকা বাইচ প্রতিযোগিতা হয়।
নৌকা বাইচ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আল ইমরানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মনিরুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার বরকত উল্লাহ খান।
এসময় আরও উপস্থিত ছিলেন-উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ড. সাফায়েত আহমেদ সিদ্দিকী, উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার, সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ, জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ আল আজাদ প্রমুখ।
নৌকা বাইচ প্রতিযোগিতায় বিজয়ী হয় সাচনাবাজার ইউনিয়ন ও রানার্স আপ হয় ফেনারবাক ইউনিয়ন।
বিজয়ী ইউনিয়ন চেয়ারম্যান ও দলের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।
বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
আরবি/