ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

শেষ হলো কেশবপুরের অন্নকুট মহোৎসব 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
শেষ হলো কেশবপুরের অন্নকুট মহোৎসব  শেষ হলো কেশবপুরের অন্নকুট মহোৎসব 

যশোর: যশোরের কেশবপুরের বালিয়াডাঙ্গা দেবালয়ে ছয় দিনব্যাপী অন্নকুট মহোৎসব শেষ হয়েছে। 

মঙ্গলবার (২৪ অক্টোবর) দিনব্যাপী মঙ্গল আরতি, বাল্য ভোগ, গুরু বন্দনা, বৈঞ্চব বন্দনা, ভজন কীর্তন, কৃষ্ণ হোমাষ্ণ, শৃঙ্গার আরতি, গীতা পাঠ, গীতা নারায়ণ, বালক পূজা ও সেবা, ভগবত পাঠ, আরতি কীর্তন, ভোগ দর্শন ও প্রসাদ বিতরণ হয়।  

গত ১৯ অক্টোবর কালীপূজার মধ্য দিয়ে উৎসব শুরু হয়।

২০ অক্টোবর গিরিরাজ গোবর্ধনের পূজা, ২১ অক্টোবর ভজন কীর্তন, জগন্নাথ দেবের আরতি, তুলসি আরতি ও ভগবত পাঠ, ২২ অক্টোবর  ভজন কীর্তন, জগন্নাথ দেবের আরতি, তুলসি আরতি ও ভগবত পাঠ, ২৩ অক্টোবর অন্নকুট মহৎসবের অধিবাস, মঙ্গলঘট স্থাপন, ভগবত আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কীর্তন পরিবেশন করে ত্রিপল্লী সম্প্রদায়। অন্নকুট মহোৎসবের সার্বিক পরিচালনায় ছিলেন অনন্ত লীলা দাশ ব্রহ্মচারী।  

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।