ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে শহরের পাওয়ার হাউজ রোডে বিক্ষোভ মিছিল বের করে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়কে প্রবেশের চেষ্টা করে।
এতে বাধা দিলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়লে জেলা যুবদলের আহ্বায়ক মনির হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি শামীম মোল্লাসহ তিনজন বুলেট বিদ্ধ হন। এ ঘটনায় রাব্বি ও সুমন নামে দুই যুবদল কর্মীকে আটক করেছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন আটকের কথা স্বীকার করলেও গুলি বর্ষণের কথা অস্বীকার করেছেন।
বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।