ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেত্রকোনা: সমাজের অবহেলিত ও সুবিধা বঞ্চিত নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ শুরু হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টায় উপজেলার চন্ডিগড় মানব কল্যাণকামী অনাথালয়ের মহতীর আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস।

এসময় বিনামূল্যে এ সেলাই প্রশিক্ষণের জন্য আশ্রম কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করে এমপি ছবি বিশ্বাস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘নিত্যানন্দ গোস্বামী নয়ন সমাজ সংস্কার ও সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিরলস পরিশ্রম করছেন।

অনাথালয়ের প্রতিষ্ঠাতা নিত্যানন্দ গোস্বামী বাংলানিউজকে জানান, প্রাথমিক পর্যায়ে প্রশিক্ষণে অংশ নিতে ভিন্ন বয়সী দেড়শতাধিক নারী আবেদন করেন। এর মধ্যে ২০ জনকে লটারির মাধ্যমে বেছে নেয়া হয়। তাদের প্রত্যেককে প্রতিদিন দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ২ মাস প্রশিক্ষণ দেয়া হবে। প্রথম ২০ জনের প্রশিক্ষণ শেষ হলে একই প্রক্রিয়ায় নতুন আরও ২০ জন নেয়া হবে। এভাবে সারাবছর এ কার্যক্রম চলবে।

অনাথালয়ের সভাপতি সুবল চন্দ্র দে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।