মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলা ভূমি অফিস পরিদর্শনে এসে ভিক্ষুকদের উন্নয়নে নেয়া কর্মসূচি দেখে মুগ্ধ হন তিনি।
এর আগে তিনি উপজেলায় কফি চাষি কুদ্দুসের সাফল্য দেখার জন্য কফি বাগান পরিদর্শন করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম বলেন, ২০১৪ সালের ৫ জুলাই এক সমাবেশের মাধ্যমে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমান কিশোরগঞ্জ উপজেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করেন এবং ৯৫১ জন ভিক্ষুককে তালিকাভুক্ত করে তাদের বিভিন্নভাবে আর্থিক সহায়তা করে ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে স্বাবলম্বী করেন। কিশোরগঞ্জ উপজেলার পুনর্বাসিত ভিক্ষুকরা বর্তমানে উন্নয়ন কর্মী হওয়ায় আমি অভিভূত। ভিক্ষুকমুক্ত কিশোরগঞ্জ উপজেলা বর্তমানে বাংলাদেশের একটি মডেল উপজেলা। এ উপজেলার সাফল্য দেখে ইতোমধ্যে ময়মনসিংহ বিভাগকে ভিক্ষুকমুক্ত করা হয়েছে। আগামীতে আমরা গোটা নীলফামারী জেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষণার উদ্যোগ নিয়েছি।
বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
এসআই