ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ক্ষুদ্র ব্যবসায় সফল কিশোরগঞ্জ উপজেলার ভিক্ষুকেরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
ক্ষুদ্র ব্যবসায় সফল কিশোরগঞ্জ উপজেলার ভিক্ষুকেরা ক্ষুদ্র ব্যবসায় সফল কিশোরগঞ্জ উপজেলার ভিক্ষুকেরা

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা প্রশাসনের সহায়তায় ভিক্ষাবৃত্তি ছেড়ে অনেকে স্বাবলম্বী হয়ে উঠছে। ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে ভিক্ষুকদের স্বাবলম্বী হওয়ার চিত্র পরিদর্শন করে মুগ্ধ হয়েছেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলা ভূমি অফিস পরিদর্শনে এসে ভিক্ষুকদের উন্নয়নে নেয়া কর্মসূচি দেখে মুগ্ধ হন তিনি।  

এর আগে তিনি উপজেলায় কফি চাষি কুদ্দুসের সাফল্য দেখার জন্য কফি বাগান পরিদর্শন করেন।

এছাড়া উপজেলা পরিষদের পতিত আট একর জমিতে ফলদ বাগান পরিদর্শন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) নাহিদ তামান্না প্রমুখ।

জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম বলেন, ২০১৪ সালের ৫ জুলাই এক সমাবেশের মাধ্যমে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমান কিশোরগঞ্জ উপজেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করেন এবং ৯৫১ জন ভিক্ষুককে তালিকাভুক্ত করে তাদের বিভিন্নভাবে আর্থিক সহায়তা করে ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে স্বাবলম্বী করেন। কিশোরগঞ্জ উপজেলার পুনর্বাসিত ভিক্ষুকরা বর্তমানে উন্নয়ন কর্মী হওয়ায় আমি অভিভূত। ভিক্ষুকমুক্ত কিশোরগঞ্জ উপজেলা বর্তমানে বাংলাদেশের একটি মডেল উপজেলা। এ উপজেলার সাফল্য দেখে ইতোমধ্যে ময়মনসিংহ বিভাগকে ভিক্ষুকমুক্ত করা হয়েছে। আগামীতে আমরা গোটা নীলফামারী জেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষণার উদ্যোগ নিয়েছি।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।