মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত আরাফাত ওই ইউনিয়নের সাহাপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ার জানান, আরাফাত দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতিসহ বিভিন্ন অপকর্ম করে আসছিলেন। তার বিরুদ্ধে জেলার চাটখিল, লক্ষ্মীপুর সদর ও রামগঞ্জ থানায় ডাকাতি, হত্যা, অস্ত্র ও মাদকসহ নয়টি মামলা রয়েছে। মঙ্গলবার রাতে সাহাপুর বাজার থেকে স্থানীয়রা আরাফাতকে ধরে নিয়ে সাহাপুর উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে পিটুনি দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে খবর পেয়ে পুলিশ রাত ৯টার দিকে মরদেহ উদ্ধার করে চাটখিল থানায় নিয়ে আসে।
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
এসআই