ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ছিনতাইকারীর ছুরিকাঘাতে রুয়েট শিক্ষক আহত

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
ছিনতাইকারীর ছুরিকাঘাতে রুয়েট শিক্ষক আহত

রাবি: রাজশাহী নগরীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাকিব যুবায়ের (৪০) নামে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষক আহত হয়েছেন। 

মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টায় নগরীর আক্ট্রোয় মোড় এলাকায় এ ঘটনা ঘটে।  

আহত ওই শিক্ষক রুয়েটের ইউআরসি ডিপার্টমেন্টের শিক্ষক।

তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, রাতে ওই শিক্ষক আক্ট্রোয় মোড় এলাকায় তার ভাড়া বাড়িতে ফিরছিলেন। এসময় কয়েকজন ছিনতাইকারী তার বাসার সামনেই পথরোধ করে ও তার কাছ থেকে টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এসময় তিনি বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে মানিব্যাগ, একটি মোবাইল ফোন ও ক্রেডিট কার্ড ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে ভর্তি করে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।