ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

শায়েস্তাগঞ্জে বিষপানে যুবতীর আত্মহত্যা  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
শায়েস্তাগঞ্জে বিষপানে যুবতীর আত্মহত্যা  

হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অভাবের তাড়নায় রিতা বেগম (১৯) নামে এক যুবতি বিষপানে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। রিতা ওই এলাকার বাসিন্দা মৃত মোখলেছ মিয়ার মেয়ে।

স্থানীয়রা বাংলানিউজকে জানান, স্বামী পরিত্যক্তা রিতা মা ও বাবার সঙ্গে রেলওয়ে বস্তিতে বসবাস করতেন। দীর্ঘদিন ধরে তাদের সংসারে অভাব-অনটন লেগেই ছিল।

একদিকে স্বামী-সংসার না থাকার হতাশা, অন্যদিকে অনাহার অর্ধাহারে দিনাতিপাত। তার ওপর পারিবারিক অশান্তি। এসবের কারণেই রিতা আত্মহননের পথ বেছে নিয়েছেন।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন বাংলানিউজকে বলেন, ধারণা করা হচ্ছে রিতা অভাবের তাড়নায় আত্মহত্যা করেছেন। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বুধবার (২৫ অক্টোবর) হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ০৩০৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
বিএস 
 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।