মঙ্গলবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর কুতুবুল আলম এ কারাদণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার বাউরা ইউনিয়নের গ্রাম পুলিশ আশরাফ আলীর ছেলে রমজান আলী (২৯), একই এলাকার মৃত কদর উদ্দিনের ছেলে ডাবলু (৪০), তবিবর রহমানের ছেলে বাবলু (৩০), মতিয়ার রহমানের ছেলে সফিকুল ইসলাম (৩৫), বাচ্চা মিয়ার ছেলে আতোয়ার (২৮), গাফফার আলীর ছেলে লিটন (২৯), সহিদারের ছেলে আব্দুল মালেক (২৮)।
পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ফিরোজ কবির বাংলানিউজকে জানান, উপজেলার জোংরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান কবির উদ্দিনের বাউরা বাজারের পরিত্যক্ত বাসায় টাকা বাজি রেখে লুডু খেলার আয়োজন করা হয়েছে। এমন গোপন খবরে থানা পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে ৮ জুয়াড়িকে আটক করে।
পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তারা তাদের অপরাধ স্বীকার করলে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার (২৫ অক্টোবর) সকালে দণ্ডাদেশ প্রাপ্তদের লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে বলে বাংলানিউজকে জানান ওই পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ০৮৫৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
জেডএস