ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ৪ দোকান পুড়ে ১০ লাখ টাকার ক্ষতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
গাজীপুরে ৪ দোকান পুড়ে ১০ লাখ টাকার ক্ষতি

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর বড়বাড়ি এলাকায় ৪টি মুদি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এহসানুল হক জানান, টঙ্গীর বড়বাড়ি এলাকায় আনোয়ার হোসেন, সৈকত ও আব্দুল কাদের জিলানীসহ চারজনের চারটি মুদি দোকানে আগুন লাগে।

এ সময় স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। তবে ফয়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। যা পরে পুরোপুরি নেভাতে সক্ষম হয় আগুন নিয়ন্ত্রণে যোগ দেওয়া ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট।  

প্রাথমিক ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে চারটি দোকানের মালামাল পুড়ে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।  

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
আরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।