ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

সুবর্ণচরে ২ অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
সুবর্ণচরে ২ অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পেশকারহাট এলাকার পরিষ্কার বাজারের কাছে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দু’জন।

বুধবার (২৫ অক্টোবর) নোয়াখালী জেনারেল চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার (২৪ অক্টোবর) দিনগত রাতে সোনাপুর-আটকপালিয়া সড়কে দুর্ঘটনায় আহত হন তারা।

 

নিহতরা হলেন- সুবর্ণচরের চরজব্বর ইউনিয়নের আব্দুল হালিমের ছেলে আবুল কালাম (৪৫) ও লক্ষ্মীপুর জেলার রামগতি ইউনিয়নের চরমিতা গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে জসিম উদ্দিন (২৬)।

আহতদের মধ্যে জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তিকে গুরুতর অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বাংলানিউজকে জানান, রাত ১১টার দিকে পরিষ্কার বাজারের কাছে সোনাপুর থেকে ছেড়ে আসা সিএনজি চালিত একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির চালকসহ চারজন আহত হন। এ অবস্থায় তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে আবুল কালাম ও সকাল ৮টার দিকে জসিমের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।