ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

সবুজ মাঠে শিশির কথনে শীতের বার্তা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
সবুজ মাঠে শিশির কথনে শীতের বার্তা শিশির ভেজা ঘাস। ছবি: সৌমিন খেলন

নেত্রকোনা : ঘাসের ডগা আর ফসলের পাতায় পাতায় শুরু হয়েছে শিশির কথন। পূর্ব আকাশে সূর্য উঁকি দেয়ার পর ফসল ও সবুজ ঘাসের মাঠে পা রাখলেই শোনা যাচ্ছে শীতের আগমনী গল্প।

ধানের ক্ষেতে শিশির বিন্দিু।  ছবি: সৌমিন খেলন শীতকে বরণ করতেই নতুন রূপে সেজে উঠছে চেনা প্রকৃতি।

গত কয়েকদিন ধরেই জেলা সদরসহ হাওর ও পাহাড়ি অঞ্চলগুলোতে মায়াবী রাতগুলো মনের আনন্দে কুয়াশার চাদর মুড়ি দিতে শুরু করেছে। দিনভর প্রচণ্ড রোদ্র তাপে শরীর কামড়ানো গরম শেষে সন্ধ্যার পর থেকে বইছে প্রাণজুড়ানো হিমেল হাওয়া। শেষ রাতে গায়ে জড়াতে হচ্ছে ভারি কাঁথা, কম্বল।

শীতে ভাপা পিঠা বিক্রি।  ছবি: সৌমিন খেলন পরিবর্তনের এ সুযোগে সন্ধ্যার পরপরই রাজপথ মাতিয়ে গলা ছেড়ে হাঁকডাক দিচ্ছে সিদ্ধ ডিমওয়ালা। শহরের চায়ের দোকানগুলোতে খেজুর গুড়ের পরিচিত চায়ের ঘ্রাণ আবেশ ছড়াচ্ছে মনে। পাড়া মহল্লায় শুরু হয়েছে ভাপা পিঠা বিক্রি। শীত বুঝি এসেই গেলো।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।