মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার করপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি এলজি ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার সালাহ উদ্দিন উপজেলার লামচর ইউনিয়নের মোর্শেদ আমিনের ছেলে ও নুর মোহাম্মদ মধ্য করপাড়া ইউনিয়নের মো. হোসেনের ছেলে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুইজনকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় ডাকাতি মামলা রয়েছে।
এখন অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি তোতা মিয়া।
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
আরআইএস/