কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের অষ্টগ্রামে টাকা লেনদেন নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার আদমপুর ইউনিয়নের নুরপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নুরপুর গ্রামের মৃত মো. আবু তাহের ভূঁইয়ার ছেলে আব্দুল্লাহর সঙ্গে একই গ্রামের আইনউদ্দিনের ছেলে ফয়েজ উদ্দিনের টাকা লেনদেন নিয়ে বিরোধ চলে আসছিল।
এর জের ধরে সকালে উভয়পক্ষের দুই শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে ফরহাদ, আলকাছ মেম্বর ও মোজাম্মেলকে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মোল্লা বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
আরবি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।