ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রামপুরা থেকে জেএমবির ৩ সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
রামপুরা থেকে জেএমবির ৩ সদস্য গ্রেফতার রামপুরা থেকে জেএমবির ৩ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জ: রাজধানীর রামপুরা এলাকা থেকে জেএমবির তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব ১১) সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব।

সোমবার (৩০ অক্টোবর) থেকে মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর ২টা পর্যন্ত রাজধানীতে তিনটি আলাদা অভিযান পরিচালনা করে রামপুরা এলাকা থেকে ঝিনাইদহের মনিরুল ইসলাম ওরফে মনিরুল ওরফে হাফেজ মনির (৩২), ময়মনসিংহের মো. আল আমিন ওরফে আলামিন (৩০) ও ফতুল্লা থানার মামলা এজাহারনামীয় পলাতক আসামি যশোরের মো. মহসিন তালুকদার ওরফে মিন্টুকে (৪৮) গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার মনিরুল ইসলাম মনিরের কাছ থেকে বেশ কিছু জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়।  

র‌্যাব-১১ এর এএসপি শাকিল আহমেদ জানান, এপ্রিল মাস থেকে এ পর্যন্ত র‌্যাব-১১ বেশ কয়েকটি সফল জঙ্গিবিরোধী অভিযান পরিচালনা করেছে। এ সব অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতাসহ ৫০ জন বিভিন্ন পর্যায়ের সদস্য ও পলাতক আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।