ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বামনায় দেড় কেজি গাঁজাসহ ২ নারী মাদক বিক্রেতা আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
বামনায় দেড় কেজি গাঁজাসহ ২ নারী মাদক বিক্রেতা আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনা: বরগুনার বামনায় দেড় কেজি গাঁজাসহ দুই নারী মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-উপজেলার কালিকাবাড়ী গ্রামের মো. ছগীর চাকরের স্ত্রী মোসা. ছালমা (৩৮) ও আব্দুল হক চাকরের স্ত্রী মোসা. মরিয়ম (৫৬)।

তারা দু’জন সর্ম্পকে শাশুড়ি ও পুত্রবধূ।

বরগুনা ডিবির ভারপ্রাপ্ত (ওসি) আবদুল্লাহ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে বেতাগী উপজেলা থেকে গাঁজা নিয়ে বামনা লঞ্চঘাট পৌঁছালে ছালমা ও মরিয়মকে আটক করা হয়।   এসময় তাদের কাছে থাকা ব্যাগ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।