মঙ্গলবার (৩১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তা শহিদুল হককে ১৪ নভেম্বর বা যোগদানের তারিখ থেকে পরবর্তী দু’বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়িয়ে তাকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে পদায়ন করে আদেশ জারি করেছে।
চলতি বছরের ২৬ ফ্রেব্রুয়ারি সরকারের সিনিয়র সচিব হিসেবে জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর ৮২ হাজার টাকা নির্ধারিত স্কেলে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
এ চুক্তির মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে আগের চুক্তির শর্তাবলী অপরিবর্তিত রেখে পুনরায় চুক্তিপত্র সম্পাদন করতে হবে।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এমআইএইচ/এএ