গ্রেফতার ৪ জেএমবি সদস্য/ছবি: বাংলানিউজ
ঢাকা: উড্ডয়নরত প্লেন জিম্মি করে সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের বাসভবনে আঘাত হানার পরিকল্পনা ছিল বাংলাদেশ বিমানের ফার্স্ট অফিসার সাব্বির এনাম সাব্বিরের (৩১)। অথবা যাত্রীদের জিম্মি করে মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে অবতরণেরও পরিকল্পনা ছিল তার।
জঙ্গিবাদে জড়িয়ে যাওয়া গ্রেফতার পাইলট সাব্বিরের স্বীকারোক্তির ভিত্তিতে এ কথা জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।
মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
***প্লেনে নাশকতার পরিকল্পনা, পাইলটসহ গ্রেফতার ৪ জঙ্গি
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
পিএম/এএ
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।