ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় নারীসহ আটক ৩ মাদক বিক্রেতা কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
বরগুনায় নারীসহ আটক ৩ মাদক বিক্রেতা কারাগারে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনা: বরগুনায় ২৫ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাজাঁসহ এক নারী ও দুই যুবককে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।  

তারা হলেন- বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের চরকগাছিয়া গাবতলা এলাকার মৃত আলী আকবরের ছেলে মোকলেছ মুসুল্লি, একই এলাকার ইউসুফ গাজীর ছেলে মো. রানা ও ‍নুরু মিয়ার মেয়ে রুমা।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কমকতা (ওসি) এসএম মাসুদুজ জামান বাংলানিউজকে জানান, সোমবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে চরকগাছিয়া গাবতলা এলাকায় অভিযান চালনো হয়। এসময় ২৫ পিস ইয়াবাসহ মোকলেছ মুসুল্লিকে আটক করা হয়। এছাড়া একই এলাকা থেকে মো. রানা ও রুমাকে ২৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।