ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নবাবগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের মধ্যে সার ও বীজ বিতরণ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
নবাবগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের মধ্যে সার ও বীজ বিতরণ নবাবগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের মধ্যে সার ও বীজ বিতরণ

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও উন্নত জাতের বীজ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর ১টায় উপজেলা সভা কক্ষে ১২শ’ কৃষকের মধ্যে ৩০ কেজি সার, ১ কেজি সরিষা, ২ কেজি উন্নত জাতের ভূট্টার বীজ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তোফাজ্জল হোসেন এ বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মো. শহীদুল আমীন।
আরও বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন রহমান আকবর, উপজেলা প্রকৌশলী মো. শাহজাহান, উপজেলা কৃষকলীগের সভাপতি জাহিদ হায়দার উজ্জল, আগলা ইউপি চেয়ারম্যান আবেদ হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ৩১ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।