ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বদরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবসে র‌্যালি

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
বদরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবসে র‌্যালি বদরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবসে র‌্যালি। ছবি: বাংলানিউজ

রংপুর: রংপুরের বদরগঞ্জে উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস ও স্যানিটেশন মাস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর ও ইউএসডিও এর আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সাইদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন আহম্মেদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর বদরগঞ্জের উপ-সহকারী প্রকৌশলী নিজামুল হক, ইউএসডিও’র উপজেলা টেকনিক্যাল কো-অর্ডিনেটর আমির হোসেন, কালুপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল হক মানিক, রাধানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাখাওয়াৎ হোসেন হীরা, বদরগঞ্জ মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল হক প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।