মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর ও ইউএসডিও এর আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সাইদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন আহম্মেদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর বদরগঞ্জের উপ-সহকারী প্রকৌশলী নিজামুল হক, ইউএসডিও’র উপজেলা টেকনিক্যাল কো-অর্ডিনেটর আমির হোসেন, কালুপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল হক মানিক, রাধানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাখাওয়াৎ হোসেন হীরা, বদরগঞ্জ মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল হক প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
আরআইএস/