মঙ্গলবার (৩০ অক্টোবর) দুপুরে মধুপুর পৌর শহরের উত্তরা আবাসিক এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মধুপুর উপজেলার মির্জবাড়ী ইউনিয়নের পালবাড়ী গ্রামের নূরুল ইসলামের ছেলে আট নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শামীম আল-মামুন (৪০) ও মধুপুর পৌর শহরের উত্তরা আবাসিক এলাকার নজরুল ইসলামের স্ত্রী সবুজা বেগম (৪০)।
মধুপুর থানার উপ পরিদর্শক (এসআই) আসাদ বাংলানিউজকে জানান, মধুপুর পৌর শহরের উত্তরা আবাসিক এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালানো হয়। এসময় পাঁচ গ্রাম হেরোইনসহ শামীম ও সবুজাকে আটক করা হয়।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, ইউপি সদস্যসহ দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
আরবি/