মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে রাজশাহীতে অভিবাসন এবং উন্নয়ন বিষয়ক বিভাগীয় পরামর্শ সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আবুল বারকাত এ কথা বলেন।
বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এ পরামর্শ সভার আয়োজন করে হিউম্যান ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার (এইচডিআরসি)।
সভার মুখ্য আলোচক অধ্যাপক বারকাত তার প্রবন্ধে উল্লেখ করেন, গত চার দশকে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা ১২৫ গুণ বৃদ্ধি পেয়েছে। বিশ্বের ১৯০টি দেশে বর্তমানে অভিবাসী প্রায় এক কোটি। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সভায় অধ্যাপক বারকাত অভিবাসন সমস্যার বিভিন্ন দিক তুলে ধরেন এবং সেগুলো সমাধানে বিভিন্ন পদক্ষেপের কথা উপস্থাপন করেন।
রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকির হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান।
সভায় অন্যদের মধ্যে প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হক বক্তব্য দেন। বৈদেশিক কর্মসংস্থান সংশ্লিষ্ট এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিদেশ ফেরত নারী-পুরুষ ও গণমাধ্যমকর্মীরা এতে অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এসএস/জেডএস