পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী মঙ্গলবার (৩১ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক বিশেষ সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
এদিনই ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নন, জিয়াউর রহমানই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক!’-এমন অপপ্রচার চালানোর জন্য বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারকে তলব করে প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
ওই ঘটনারই পরিপেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।
তিনি বলেন, ওরা তো এমন কাজ করেই থাকে। আমরা সব সময় তৈরি যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে। তারা এটা (ভিডিও) সরিয়ে ফেলেছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা চেষ্টা করছি স্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করতে। সম্পর্ক ছিন্ন করতে চাই না। তাদের সঙ্গে আলোচনা অনেক দিন আটকে আছে। আবার চালু করার প্রস্তাব দিয়েছি।
রোহিঙ্গা নিয়ে এক প্রশ্নের জবাবে এ এইচ মাহমুদ আলী বলেন, এ ইস্যুটি ঠিক পথেই রয়েছে। পরবর্তী ধাপে আছে। সপ্তাহ খানেকের মধ্যে নাম পাঠানো যাবে। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ নভেম্বরেই কাজ শুরু করবে।
তিনি বলেন, রোহিঙ্গা যারা শরণার্থী এসেছে, তাদের ফিরে যেতেই হবে। সুচি বলেছেন, যারা মিয়ানমার থেকে এসেছে তাদের তারা ফিরিয়ে নেবে।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
কেজেড/জেডএম