এর আগে মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা।
সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল নাসির উদ্দিন আহমেদ বাংলনিউজকে জানান, সুনামগঞ্জ সদর উপজেলার ভারত সীমান্ত ঘেঁষা ডলুরা গ্রাম দিয়ে বাংলাদেশে পাচারকালে সীমান্ত পিলার ১২১২/২-এস এর কাছে চেংবিল এলাকা থেকে ১১ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ এবং ৪ বোতল বিয়ার জব্দ করা হয়।
অপরদিকে, বিশ্বম্ভপুর উপজেলার চিনাকান্দি গ্রাম থেকে
সীমান্ত পিলার ১২০৯/৫-এস এর কাছে সুরেশনগর এলাকা থেকে ২১ হাজার পিস ভারতীয় শেখ নাসির বিড়ি জব্দ করে টহলরত বিজিবি সদস্যরা। যার বাজার মূল্য ৩১ হাজার ৫শ’ টাকা।
এ ব্যাপারে স্থানীয় থানায় মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ৩১ অক্টোবর, ২০১৭
আরএ