ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

আজ বাঙালির আনন্দ দিন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
আজ বাঙালির আনন্দ দিন সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ছবি: বাংলানিউজ

ঢাকা: আজ বাঙালির জন্য আনন্দ দিন। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য (ওয়ার্ল্ডস ডক্যুমেন্টারি হেরিটেজ) হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী মঙ্গলবার (৩১ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক বিশেষ সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আজও এ ভাষণ বাঙালিকে উজ্জীবিত করে।

এ ভাষণ সংবিধানে সংযুক্ত রয়েছে। গত বছর পররাষ্ট্র মন্ত্রণালয় এ ভাষণটি ইউনেস্কোকে দেয়। ৪২৭টি দলিলকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে। এখন ইংরেজিতেও ভাষণটি পাওয়া যাচ্ছে। বাংলাদেশ এর ব্যাপক প্রচারে যাবে।

তিনি বলেন, ৩০ অক্টোবর (সোমবার) প্যারিসে ইউনেস্কোর হেডকোয়ার্টারে এ ঘোষণা দেন মহাপরিচালক ইরিনা বোকোভা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বিশ্ব আন্তর্জাতিক রেজিস্ট্রারের মেমোরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়ঃ ১৭৫৫, অক্টোবর ৩১, ২০১৭
কেজেড/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।