ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
নাটোরে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা বক্তব্য রাখছেন তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার

নাটোর: নাটোরে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ তথ্য কমিশনের কমিশনার নেপাল চন্দ্র সরকার বলেন, তথ্য অধিকার আইনের বাস্তবায়ন হলে একদিকে জনগণের সঙ্গে সরকারের নিবিড় সর্ম্পক গড়ে উঠবে। অন্যদিকে সরকারি দপ্তরগুলোর কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদীহিতা নিশ্চিত হবে।

তিনি বলেন, সরকার এ আইন বাস্তবায়নে কাজ করছে। দেশের সব জেলায় এ আইন সর্ম্পকে উদ্বুদ্ধ করতে জনঅবহিতকরণ সভা করা হচ্ছে। ইতোমধ্যে দেশের ৬৪ জেলার ২৬০ উপজেলায়  জনঅবহিতকরণ সভা করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও তথ্য কমিশন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. রেজা হাসান।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাজ্জাকুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মহুয়া পারভিন লিপি, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় ইউপি জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধিরা।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, ৩১ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।