ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে প্রতারক চক্রের ৩ সদস্যকে জেল-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
মাদারীপুরে প্রতারক চক্রের ৩ সদস্যকে জেল-জরিমানা

মাদারীপুর: মাদারীপুরে জাল দলিল ও কাগজপত্র তৈরির প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করে জেল-জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে তাদের এক বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এর আগে দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে তাদের আটক করে র‌্যাব।

সাজাপ্রাপ্তরা হলেন- শরিয়তপুরের জাজিরার হাতেম বেপারী ও আওলাদ হোসেন এবং মুন্সীগঞ্জের লৌহজংয়ের জলিল হাওলাদার।

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রাকিবুজ্জামান বাংলানিউজকে বলেন, দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জমির দলিলের জাল কাগজপত্র তৈরি করে প্রতারণা করছে একটি চক্র, এমন খবর পেয়ে র‌্যাব সদস্যরা অভিযান চালান। এসময় তিন প্রতারককে আটক করা হয়। পরে বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জেল-জরিমানা দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসকের নির্বাহী হাকিম আল-মামুন বাংলানিউজকে বলেন, জমির জাল কাগজপত্র তৈরি করে প্রতারণার অভিযোগে তিনজনকে ১ বছরের জেল ও প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া জরিমানা দিতে ব্যর্থ হলে তাদের আরো তিন মাসের সাজার আদেশ দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।