মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেল ৫টার দিকে ইউনিয়নের দোহার হিন্দুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মণি ওই এলাকার অলোক কুমারের মেয়ে।
বুড়ইল ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বর বেনজির আহম্মেদ বাবলা বাংলানিউজকে জানান, বিকেলে পরিবারের সদস্যদের অজান্তে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায় মণি। পরে অনেক খোঁজা-খুঁজির পর পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। তাৎক্ষণিক স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মণিকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এমবিএইচ/এসআরএস