ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
ঝিনাইদহে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: ভুয়া পদবী ব্যবহার করার দায়ে ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নারদ কুমার বিশ্বাসকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবিরের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

অর্থদণ্ডপ্রাপ্ত নারদ সদর উপজেলার নৃসিংহপুর গ্রামের আনন্দ মোহন বিশ্বাসের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে সাধারণ রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন নারদ। এমন সংবাদের ভিত্তিতে বিকেলে সদর উপজেলার বিষয়খালী বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে আদালত বসিয়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।