সোমবার (৩০ অক্টোবর) দিনগত রাতে এ ঘটনা ঘটলেও প্রভাবশালী একটি মহল তা ধামাচাপা দিয়ে রাখে।
নিহতের নাম আজিজুর রহমান (৫০)।
তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) প্রণয় ভূষণ দাস জানান, মঙ্গলবার ভোরে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে যারা নিয়ে এসেছিলেন তারা জানিয়েছেন।
যদিও মঙ্গলবার সকালে নিহতের স্বজনরা হাসপাতালে এসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ বাড়ি নিয়ে যান। দুপুরে হাসপাতাল থেকে মরদেহ গায়েব এমন খবর ছড়ালে কর্তৃপক্ষের টনক নড়ে। পরে বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করে। সংঘর্ষে মৃত্যুর বিষয়টি দিনভর ধামাচাপা দেওয়ার চেষ্টা করে প্রভাবশালী মহল।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, এক ব্যক্তির মৃত্যু বিষয়টি শুনেছি। কিন্তু কেউ কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
আরএস/আইএ