রংপুরের পীরগঞ্জ থানার আব্দুল্লাহপুর গ্রামের সাদেকুল ইসলামের ছেলে হাসান। দীর্ঘদিন ধরে জটিল রোগ হেপাটাইটিস-সি ভাইরাস এবং ব্লাড ক্যান্সার ও ই-বিটা থ্যালাসেমিয়া রোগে ভুগছে।
এরই মধ্যে ভারতের সিএমসি হাসপাতালের চিকিৎসক ২ মাসের মধ্যে বোন-ম্যারো ট্রান্সপ্লান্টেশন করার পরামর্শ দিয়েছেন। বোন-ম্যারো ট্রান্সপ্লান্টেশন করতে ১ কোটি ৫০ লাখ টাকা লাগবে। যা তার মধ্যবিত্ত বাবার পক্ষে বহন করা অত্যন্ত ব্যয়বহুল।
ক্যান্সার রোগ সনাক্ত হওয়ার পর থেকে শিশুটির বাবা-মা চোখে অন্ধকার দেখছেন। ইতোমধ্যে দেশে-বিদেশে চিকিৎসা করাতে গিয়ে আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছে শিশুটির বাবা।
হাসানের বাবা বলেন, দুই সন্তানের মধ্যে হাসান আমার প্রথম সন্তান। মতিঝিল আইডিয়াল স্কুলে ক্লাস-টুতে পড়ছে। দেড় বছরে ওর চিকিৎসার পেছনে অনেক টাকা খরচ হয়েছে। ছেলেটা এখন প্রায় অসুস্থ হয়ে পড়ছে, দ্রুত চিকিৎসা দরকার। এ ব্যয়বহুল চিকিৎসার ভার আর বহন করতে পারছি না।
বোন-ম্যারো ট্রান্সপ্লান্টেশনের টাকা যোগাড় করতে পারছেন না। তাই সামাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন। সবার একটু সহযোগিতায় তার সন্তানটি পৃথিবীতে বেঁচে থাকবে এ আশা বাবা সাদেকুলের।
সাহায্য পাঠানোর ঠিকানা: ০১৮৬৪২৯১৩২৭, ০১৮৬৪২৯১৩২৮, ১৯৭৯৬৪৪৮৮৮ (বিকাশ)। অ্যাকাউন্ট: সাদেকুল ইসলাম, প্রাইম ব্যাংক বনশ্রী শাখা, সঞ্চয়ী হিসাব নম্বর- ১৯২২১০৭০০১০৪৪০। ডাচ বাংলা ব্যাংক সঞ্চয়ী হিসাব নম্বর- ১৭৮.১৫১.১১০৬০৫। ইউসিবি ব্যাংক, সঞ্চয়ী হিসাব নম্বর-১২৬৩২০১০০০০০৮৩৮৮।
বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এমসি/আরবি/