ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সাহায্যের হাত বাড়ালে বাঁচবে শিশু হাসান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
সাহায্যের হাত বাড়ালে বাঁচবে শিশু হাসান

ঢাকা: ফারহাতুল মাহামুদ হাসান। বয়স ১১ বছর। এ বয়সে শিশুরা যখন আনন্দময় শৈশবকে উপভোগ করে, স্কুলে বন্ধুদের সঙ্গে হৈ হুল্লোড়ে মত্ত থাকে, ঠিক তখন বিছানায় শুয়ে যন্ত্রণায় ভুগছে হাসান। শৈশবেই তার শরীরে বাসা বেঁধেছে মরনঘাতি রোগ ক্যান্সার।

রংপুরের পীরগঞ্জ থানার আব্দুল্লাহপুর গ্রামের সাদেকুল ইসলামের ছেলে হাসান। দীর্ঘদিন ধরে জটিল রোগ হেপাটাইটিস-সি ভাইরাস এবং ব্লাড ক্যান্সার ও ই-বিটা থ্যালাসেমিয়া রোগে ভুগছে।

প্রতি মাসে তার জন্য ৮ ব্যাগ রক্ত এবং ওষুধ বাবদ ১২ হাজার টাকা প্রয়োজন। টুকটাক ব্যবসার সঙ্গে জড়িত বাবা সাদেকুল চিকিৎসার ত্রুটি রাখেনি।

এরই মধ্যে ভারতের সিএমসি হাসপাতালের চিকিৎসক ২ মাসের মধ্যে বোন-ম্যারো ট্রান্সপ্লান্টেশন করার পরামর্শ দিয়েছেন। বোন-ম্যারো ট্রান্সপ্লান্টেশন করতে ১ কোটি ৫০ লাখ টাকা লাগবে। যা তার মধ্যবিত্ত বাবার পক্ষে বহন করা অত্যন্ত ব্যয়বহুল।
 
ক্যান্সার রোগ সনাক্ত হওয়ার পর থেকে শিশুটির বাবা-মা চোখে অন্ধকার দেখছেন। ইতোমধ্যে দেশে-বিদেশে চিকিৎসা করাতে গিয়ে আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছে শিশুটির বাবা।
 
হাসানের বাবা বলেন, দুই সন্তানের মধ্যে হাসান আমার প্রথম সন্তান। মতিঝিল আইডিয়াল স্কুলে ক্লাস-টুতে পড়ছে। দেড় বছরে ওর চিকিৎসার পেছনে অনেক টাকা খরচ হয়েছে। ছেলেটা এখন প্রায় অসুস্থ হয়ে পড়ছে, দ্রুত চিকিৎসা দরকার। এ ব্যয়বহুল চিকিৎসার ভার আর বহন করতে পারছি না।

বোন-ম্যারো ট্রান্সপ্লান্টেশনের টাকা যোগাড় করতে পারছেন না। তাই সামাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন। সবার একটু সহযোগিতায় তার সন্তানটি পৃথিবীতে বেঁচে থাকবে এ আশা বাবা সাদেকুলের।  
 
সাহায্য পাঠানোর ঠিকানা: ০১৮৬৪২৯১৩২৭, ০১৮৬৪২৯১৩২৮, ১৯৭৯৬৪৪৮৮৮ (বিকাশ)। অ্যাকাউন্ট: সাদেকুল ইসলাম, প্রাইম ব্যাংক বনশ্রী শাখা, সঞ্চয়ী হিসাব নম্বর- ১৯২২১০৭০০১০৪৪০। ডাচ বাংলা ব্যাংক সঞ্চয়ী হিসাব নম্বর- ১৭৮.১৫১.১১০৬০৫। ইউসিবি ব্যাংক, সঞ্চয়ী হিসাব নম্বর-১২৬৩২০১০০০০০৮৩৮৮।
 
বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এমসি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।