মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত তিতাস কর্তৃপক্ষ ও গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল মিয়া।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গাজীপুরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহার করে আসছিল কিছু পরিবার। গোপনে খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজীপুর সিটি করপোরেশনের ভানুয়া ও চতর এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে তিনটি পয়েন্টে অবৈধভাবে স্থাপিত সাড়ে ৬ কিলোমিটার পাইপ লাইনের সংযোগস্থলসহ ৫০০ মিটার পাইপ লাইন অপসারণ করা হয়। এতে প্রায় ৫৩০টি বাড়ির ৮৪০টি অবৈধ চুলায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।
তবে ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে অবৈধ গ্যাস ব্যবহারকারীরা পালিয়ে যায়।
তিতাস গ্যাস গাজীপুর শাখার ব্যবস্থাপক মো. শাহাবুদ্দীন জানান, যারা অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়েছেন এবং যারা গ্রামের সাধারণ মানুষকে গ্যাসের প্রলোভন দেখিয়ে অনাকাঙ্ক্ষিত ভয়াবহ গ্যাস দুর্ঘটনার দিকে ঠেলে দিয়েছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এখন থেকে গাজীপুর জেলা প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
আরএস/এএ