অভিযুক্ত বখাটেরা হলেন উপজেলার উজিরপুর ইউনিয়নের চকলক্ষ্মীপুর গ্রামের সুলতান মিয়ার ছেলে মহিউদ্দিন (২০) ও আলী নেওয়াজের ছেলে জালাল উদ্দিন (২০)।
রোববার (২৯ অক্টোবর) সকালে বখাটে মহিউদ্দিন ও জালাল পূর্ব পরিকল্পিতভাবে ওই ছাত্রীকে রাস্তা থেকে জোর করে সিএনজি চালিত অটোরিকশায় উঠিয়ে কাঠালিয়া সীমান্তে নিয়ে যায়।
সোমবার রাতে ওই ছাত্রীর পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুই বখাটের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক ফজলুল হক বাংলানিউজকে জানান, অভিযুক্ত বখাটেদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এমজেএফ