বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। সে সেতুবন্ধন আরও দৃঢ় করতে এ পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন তিনি।
সন্ধ্যায় ভারতের মুক্তি সংগ্রামের অন্যতম অগ্রদূত বল্লভ ভাই প্যাটেলের ১৪১তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি। এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, ১৯৭১ সালে ভারতের সঙ্গে বাংলাদেশের যে মৈত্রীর সূচনা হয়েছে, তা আজও অমলিন। সে সুবাদে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি প্রদান দু’দেশের জন্যই গৌরবের বিষয়।
বল্লভ ভাই প্যাটেল সম্পর্কে তিনি বলেন, ভারতের স্বাধীনতার পেছনে যে মানুষগুলো সবথেকে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বল্লভ ভাই প্যাটেল তাদের অন্যতম। তিনি স্বাধীন ভারতের প্রথম মুখ্যমন্ত্রী। তিনি অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করতেন ও সেক্যুলার আন্দোলনের অন্যতম নেতা ছিলেন।
হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, বল্লভ ভাই প্যাটেল এক জটিল সময়ে দেশের হাল ধরেছিলেন। বাংলাদেশে বঙ্গবন্ধুর মতো তিনিও ভারতে অম্লান। ভারতের রাজনীতি তার কাছে ঋণী।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক, মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক সুবীর কুশারীসহ বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৈত্রী সমিতির সভাপতি অধ্যাপক এমিরিটাস ড. এ কে আজাদ চৌধুরী।
আলোচনা অনুষ্ঠান শেষে ভারতের স্বাধীনতা সংগ্রামে বল্লভ ভাই প্যাটেলের তথ্যভিত্তিক প্রামাণ্য ও আলোক চিত্র প্রদর্শন করা হয়।
বাংলাদেশ সময়: ০০৪২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
এইচএমএস/আরআর