মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-চৈক্ষ্যং ইউনিয়নের শীলবনিয়া পাড়ার বাসিন্দা মো. সালাউদ্দীন ও পাট্টাখাইয়া পাড়ার বাসিন্দা সৈয়দ হোসেন।
পুলিশ জানায়, ২০১৬ সালের ৪ জুন অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনের পরবর্তী সময়ে নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আলীকদম থানায় মামলা করা হয়। দীর্ঘদিন ধরে ওই মামলার আসামি সালাউদ্দীন ও সৈয়দসহ অন্য আসামিরা পলাতক ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চৈক্ষ্যং ইউনিয়নের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মবর্তা (ওসি) মো. আলমগীর বাংলানিউজকে জানান, নির্বাচন পরবর্তী দুই পক্ষের সংঘর্ষের অন্যতম হোতা দুই আসামিকে গ্রেফতার করা হয়। অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ০২৪৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
আরআর