আসাম রাইফেলসের ১৮৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ত্রি-দেশীয় এই মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়।
৩১ সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন আসাম রাইফেলসের ডিজি ল্যাফটেন্যান্ট জেনারেল শোনকিন চৌহান।
মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে ভারতীয় আসাম রাইফেলসের এই দলটি বিজিবি শ্রীমঙ্গল সেক্টরে পৌঁছায়। এরপর তারা বিজিবি ক্যাম্প সংলগ্ন ৭১ বধ্যভূমি পরিদর্শন করেন। এ সময় তারা ৭১ এর শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তারা স্থানীয় মুক্তিযোদ্ধাদের কাছ থেকে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বধ্যভূমির গল্প শোনেন।
দুপুরে বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আশরাফুল ইসলাম তাদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন। বিকেলে ভারতীয় প্রতিনিধিদলের কর্মকর্তারা বিজিবি কর্মকর্তাদের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন।
এসময় তাদের সঙ্গে ছিলেন মৌলভীবাজার জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জামাল উদ্দিন, হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধ কমান্ডার অ্যাডভোকেট মোহাম্মদ আলী পাঠান, সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল ও ডেপুটি কমান্ডার জেমস লিউ ফারগুসন, সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজি নুরুল মোমেন ও ডেপুটি কমান্ডার মুজিবুর রহমান চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কুমুদ রঞ্জন দেব, বীর মুক্তিযোদ্ধা বিরাজ সেন তরুণ প্রমুখ।
বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার সকালে প্রতিনিধি দলটি তামাবিল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। প্রতিনিধি দলটি সিলেটে আখালিয়া বিজিবি সেক্টরে যাত্রাবিরতি করে।
বুধবার (১ নভেম্বর) আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে ফিরে যাওয়ার আগে হবিগঞ্জের তেলিয়াপাড়া মুক্তিযুদ্ধ ৭১ স্মৃতিস্তম্ভ পরিদর্শন করবে।
বাংলাদেশ সময়: ০৪১৬ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
বিবিবি/আরআর