ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ভারতীয় নাসা টায়ারের বাংলাদেশে যাত্রা শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৯ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
ভারতীয় নাসা টায়ারের বাংলাদেশে যাত্রা শুরু মোটরসাইকেল শোভাযাত্রা-ছবি-বাংলানিউজ

যশোর: ‘ঘুরছে চাকা চলছে দেশ, নাসা টায়ারের বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে ভারতীয় নাসা টায়ার বাংলাদেশে যাত্রা শুরু করেছে। 

মঙ্গলবার (৩১ অক্টোবর) কোম্পানিটির বাংলাদেশের একমাত্র পরিবেশক এস. ট্রেড ইন্টারন্যাশনালের যশোর শোরুম উদ্বোধনের মধ্য দিয়ে এ পথচলা শুরু হয়।  

যশোর শহরের ঢাকা রোডস্থ বারান্দী মোল্লাপাড়া মোড়ে ফিতা কেটে নাসা টায়ারের শোরুম উদ্বোধন করেন ভারতের পিয়াঁজিও মটরসের চেয়ারম্যান এস.এম আসাদুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন-নাসা টায়ারের বাংলাদেশের একমাত্র আমদানিকারক প্রতিষ্ঠান এস ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুজ্জামান মুকুলসহ অন্য কর্মকর্তারা। পরে শহরে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় নাসা টায়ারের কর্মকর্তা-কর্মচারীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

এস ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুজ্জামান মুকুল বাংলানিউজকে বলেন, সারাদেশে বাজারজাতের লক্ষ্যে ইতোমধ্যে নাসা টায়ার অধিকাংশ জেলা-উপজেলায় কর্মী নিয়োগ সম্পন্ন করেছে। বর্তমানে কোম্পানিটি মোটরসাইকেল, সিএনজি, ইজিবাইক ও থ্রি হুইলারের টায়ারে আট মাস ওয়ারেন্টি দেওয়ার পাশাপাশি প্রতিটি টায়ারের সঙ্গে স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে মোটরসাইকেল, টিভি, ফ্রিজ, স্মার্টফোন ও রাইস কুকারসহ আকর্ষণীয় উপহার দিচ্ছে।  

বাংলাদেশ সময়: ০৬২৮ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
ইউজি/আরআর

    
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।