ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ট্রাফিককে ধাক্কা দিয়ে বাস ফুটপাত পেরিয়ে নার্সারিতে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
ট্রাফিককে ধাক্কা দিয়ে বাস ফুটপাত পেরিয়ে নার্সারিতে বাসটি প্রথমে এক ট্রাফিককে ধাক্কা দেয়, এরপর ফুটপাত পেরিয়ে নার্সারিতে আঘাত করে

ঢাকা: রাজধানীর বনানীতে দায়িত্বরত ট্রাফিক পুলিশকে ধাক্কা দিয়েছে নিয়ন্ত্রণহীন একটি যাত্রীবাহী বাস। পরে বাসটি ফুটপাত দিয়ে সোজা পাশের একটি নার্সারিতে আঘাত করে।

বুধবার (০১ নভেম্বর) সকাল সাতটা ২৫ মিনিটের দিকে এ দুর্ঘটনাটি ঘটে। এতে ওই ট্রাফিক ছাড়াও আরো দুই পথচারী আহত হয়েছেন।

প্রাথমিকভাবে কারো নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় আহত ট্রাফিক কর্মকর্তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং আহত দুইজন পথচারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।  

প্রত্যক্ষদর্শীরা আরো জানান, ট্রাফিককে ধাক্কা দিয়ে এয়ারপোর্ট বঙ্গবন্ধু এভিনিউ পরিবহন নামের বাসটি ফুটপাতের ওপর উঠে যায়।  

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তা মাহমুদুল বলেন, গাড়ির চালক পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ০৮১২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
এমএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।