আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ইউনিয়নগুলো আনা হয় সিটি করপোরেশনের আওতায়। অথচ এসব ইউনিয়ন এখনও চলছে ইউপি চেয়ারম্যান-মেম্বর দিয়ে।
দক্ষিণ সিটি করপোরেশন মাতুয়াইল ইউনিয়নসহ বেশ কয়টি ইউনিয়নের উন্নয়ন কাজ এরইমধ্যে শুরু হয়েছে। অথচ ঢাকা উত্তর সিটি করপোরেশনে কাজ শুরুই হয়নি। সবে পরিকল্পনা মন্ত্রণালয়ে জমা পড়েছে কর্মপরিকল্পনা। স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ডিএনসিসি।
উন্নয়নসেবা বঞ্চিত এসব ইউনিয়নে নেই ভালো সড়ক, সড়ক বাতি। চলছে সেই আগের মতোই। ডিএনসিসিভুক্ত ইউনিয়নগুলো হলো- হরিরামপুর, দক্ষিণখান, উত্তরখান, ডুমনি, বেরাইদ, সাঁতারকুল, ভাটারা ও বাড্ডা।
এরইমধ্যে ১৬টি ওয়ার্ডও ঘোষণা করা হয়েছে। কিন্তু সেসব ওয়ার্ডে নির্বাচন না হওয়ায় কাজ চলছে ইউপি মেম্বর দিয়ে। হরিরামপুর ইউনিয়নের চারটি ওয়ার্ড হলো ৫১, ৫২, ৫৩ ও ৫৪, দক্ষিণখান ইউনিয়নের ৪৭, ৪৮, ৪৯ ও ৫০, উত্তরখান ইউনিয়নের ৪৪, ৪৫ ও ৪৬, ডুমনির ৫৩, বেরাইদের ৪২, সাঁতারকুলে ওয়ার্ড নম্বর ৪১, ভাটারার ওয়ার্ড দুটি ৩৯ ও ৪০ এবং বাড্ডা ইউনিয়নকে দুটি ওয়ার্ড করা হয়েছে। নম্বর ৩৭ ও ৩৮। নতুন ১৮ ওয়ার্ড চূড়ান্ত হলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মোট ওয়ার্ড সংখ্যা হবে ৫৪টি।
২০১৬ সালে ৯ জুন ইউনিয়নগুলোকে সিটি করপোরেশনের আওতাভুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়। এক বছর পার হলেও ডিএনসিসিভুক্ত ইউনিয়ন নিয়ে কোনো কাজই শুরু হয়নি।
এ বিষয়ে ডিএনসিসির প্রধান নির্বাহী (সিইও) মেসবাহুল ইসলাম বাংলানিউজকে বলেন, আমরা তিন মেয়াদী প্রকল্প নিয়েছি। এরমধ্যে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী প্রকল্প রয়েছে। স্বল্পমেয়াদী প্রকল্পের জন্য সরকারের কাছে ৩৬শ কোটি টাকা চেয়ে প্রকল্প দিয়েছি। অনুমোদন দিলেই কাজ শুরু হবে। প্রকল্প নয়, আমরা অ্যাকশন প্ল্যান করেছি। ৫০ বছরের নাগরিক চাহিদা নিরূপণ করেই এসব প্রকল্প।
বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
এসএম/এএ