ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ভোলার মেঘনায় ৭ দস্যু আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪২ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
ভোলার মেঘনায় ৭ দস্যু আটক

ভোলা: ভোলার বোরহানউদ্দিনের মেঘনায় ডাকাতির প্রস্তুতিকালে ৭ দস্যুকে আটক করে পুলিশে সোপর্দ করে জেলেরা। মঙ্গলবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে মেঘনার মির্জাকালু পয়েন্ট থেকে তাদের আটক করা হয়।

আটক দস্যুরা হলেন-আব্বাস (৩০), আলমগীর (৩০), মাইনুদ্দিন (২৬), রুবেল (২২), সামসুদ্দিন (২০), চানমিয়া (২৯) ও নুরুন্নবী (২৮)। এদের বাড়ি তজুমদ্দিন এবং বোরহনউদ্দিন উপজেলার বিভিন্ন গ্রামে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, গভীর রাতে মেঘনার মির্জাকালু পয়েন্টে ৭ ডাকাত জেলেদের ট্রলারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় জেলেরা টের পেয়ে ৭ দস্যুকে আটক করে পুলিশে দেয়। তবে তাৎক্ষণিক ডাকাতরা তাদের অস্ত্র পানিতে ফেলে দেয়।
 
রাতেই তাদের আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এদের বিরুদ্ধে এর আগেও ডাকাতির অভিযোগ রয়েছে। আটক দস্যুদের জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, ০১ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।