ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় ধান ভাঙানো মেশিনে জড়িয়ে স্কুলছাত্রীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
খুলনায় ধান ভাঙানো মেশিনে জড়িয়ে স্কুলছাত্রীর মৃত্যু

খুলনা: খুলনায় ধান ভাঙানো মেশিনে জড়িয়ে সুপ্রিয়া (১০) নামে এক পঞ্চম শ্রেণির স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত সুপ্রিয়া জেলার তেরখাদা উপজেলার পানতিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।

বুধবার (১ নভেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সুপ্রিয়া ওই এলাকার কৃষক মোহাম্মদ আলীর মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সুপ্রিয়া তার মায়ের সঙ্গে বাড়ির পার্শ্ববর্তী মোর্শেদের একটি ধানকলে ধান ভাঙাতে যায়। মেশিন চলাকালে পাশে থাকা অবস্থায় প্রথমে তার উড়না পেঁচিয়ে যায়। মুহূর্তের মধ্যে তার মাথাও মেশিনে জড়িয়ে ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম চৌধুরী বাংলানিউজকে বলেন, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
এমআরএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।