ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কাজিপুরে বাংলা মদ পান করে ২ ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২২ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
কাজিপুরে বাংলা মদ পান করে ২ ব্যক্তির মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুরে বাংলা মদ পান করে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এরা হলেন-উপজেলার সোনামুখী ইউনিয়নের পাঁচগাছি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মতিয়ার রহমান মতি (৪২), গান্ধাইল ইউনিয়নের পশ্চিম খুকশিয়া গ্রামের বেলাল হোসেন (৫০)।

বুধবার (১ নভেম্বর) সকালে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মতির মৃত্যু হয় এবং মঙ্গলবার ( ৩১ অক্টোবর) গভীর রাতে নিজ বাড়িতে মারা যান বেলাল হোসেন।

স্থানীয় ইউপি সদস্য ফরিদুল ইসলাম বাবু এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাতে সোনামুখী মেলায় মতি ও বেলালসহ বেশ কয়েকজন বাংলা মদ পান করে বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়েন।

রাতেই বেলাল হোসেন নিজ বাড়িতে মারা যান। গুরুতর অবস্থায় মতিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।

গান্ধাইল ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম বলেন, বেলাল হোসেন মাদকাসক্ত ছিলেন। মাঝে মধ্যেই সোনামুখী বাজারে মদ পান করে বাড়ি ফিরতেন। তবে মদ খেয়েই তার মৃত্যু হয়েছে কিনা এটা আমার জানা নেই।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমিত কুমার কুণ্ডু বলেন, দুইজনের মৃত্যু হয়েছি শুনেছি। তবে মদ পানে এ ঘটনা ঘটেছে কিনা জানি না। পরিবার থেকে এখনও কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, ০১ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।